মিরপুরে ঝুট গুদামে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশ :

সংশোধিত :

শুক্রবার সকালে ঢাকার মিপুর-১১ এলাকায় ঝুট (বর্জ্য কাপড়) গুদামে লাগা আগুন প্রায় এক ঘন্টার চেষ্টার পর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা শাহজাহান হোসেনের মতে, মিরপুর-১১-এর ১৫/২ নম্বর রোড, ব্লক-সি, অ্যাভিনিউ-৫-এ অবস্থিত গুদামে সকাল ৬টা ৫৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

জরুরি কলের জবাবে, নিকটবর্তী মিরপুর ফায়ার স্টেশন থেকে তিনটি অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৭টা ৫০ মিনিটে প্রায় এক ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। 

এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

সর্বশেষ খবর