মিরপুর আবাসিক প্রকল্পে দুর্নীতি তদন্তে গৃহায়ন কর্তৃপক্ষে দুদকের অভিযান

প্রকাশ :

সংশোধিত :

রাজধানীর মিরপুর-৩ এলাকায় আবাসিক প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুদক প্রধান কার্যালয়ের একটি দল অভিযান চালিয়ে প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করে।

জানা গেছে, ২০২৩ সালের একটি পুরাতন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন নতুন প্রকল্পে সংযুক্ত করা হয়, যা নিয়ে মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে।

এছাড়া প্লট ও ফ্ল্যাট বরাদ্দ সংক্রান্ত নথিপত্রও জব্দ করা হয়েছে। দুদক জানায়, এসব বিশ্লেষণ করে বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হবে।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর