খিলগাঁওয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে স্ত্রীর আত্মহত্যা

প্রকাশ :
সংশোধিত :

রাজধানীর খিলগাঁওয়ে পারিবারিক কলহের জেরে সোনিয়া আক্তার (২৯) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি একটি সফটওয়্যার কোম্পানিতে কর্মরত ছিলেন।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে কুসুমবাগ পুলিশ পার্ক এলাকার ভাড়াবাসায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বামী মো. ফোরকান জানান, রাতে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর সোনিয়া অভিমান করে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে জানালার ফাঁক দিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। দ্রুত দরজা ভেঙে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোনিয়া বরগুনা সদরের হেলিগুনিয়া এলাকার দেলোয়ার হোসেনের মেয়ে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.