ঘন কুয়াশায় চার ঘণ্টা ব্যাহত শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট চলাচল

প্রকাশ :

সংশোধিত :

ঘন কুয়াশার প্রভাবে আজ সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার ঘণ্টা ধরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটে।

আজ রোববার (০৪ জানুয়ারি) কুয়াশার কারণে রানওয়ের দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাওয়ায় নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজের ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এ সময় কয়েকটি আগত ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয়।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ভোর ৬টার কিছু পর থেকেই কুয়াশা ঘন হয়ে দৃশ্যমানতা কমতে শুরু করে। ফলে ওই সময় থেকে কোনো বিমান টেক-অফ বা ল্যান্ডিং করতে পারেনি। নিরাপত্তাজনিত কারণে কিছু ফ্লাইট আকাশে অপেক্ষমাণ থাকে, আবার কিছু ফ্লাইটকে অন্য বিমানবন্দরে অবতরণ করতে হয়।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা না হলেও নিরাপত্তার কারণে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল।

তিনি বাসসকে বলেন, ভোর ৬টা থেকে দৃশ্যমানতা প্রায় শূন্যে নেমে যাওয়ায় কোনো বিমান ওঠানামা করতে পারেনি।

আবহাওয়ার উন্নতি হলে সকাল ৯টা ৫২ মিনিট থেকে ধীরে ধীরে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়। কুয়াশা কেটে যাওয়ার পর সকাল ১০টা ২৭ মিনিটে প্রথম একটি ফ্লাইট অবতরণ করে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে অন্যান্য ফ্লাইট নামতে থাকে।

বিমানবন্দর সূত্র জানায়, অবতরণের অপেক্ষায় বেশ কয়েকটি ফ্লাইট দীর্ঘ সময় ঢাকার আকাশে অবস্থান করছিল। পাশাপাশি ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ছয়টি সিলেট, একটি কলকাতা এবং একটি ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে অবতরণ করে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বিমানবন্দরে নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব ধরনের ফ্লাইট ওঠানামা করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর