ঢাকার বায়ুর মানের উন্নতি, তিন নম্বরে লাহোর

প্রকাশ :

সংশোধিত :

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠেছে কঙ্গোর রাজধানী কিনশাসা, যেখানে দূষণ স্কোর ১৫৯ (অস্বাস্থ্যকর পর্যায়)। 

দ্বিতীয় স্থানে ফিলিপাইনের ম্যানিলা (১৫৭) এবং তৃতীয় স্থানে পাকিস্তানের লাহোর (১৩৪, সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর)।

অন্যদিকে, শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪২ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার) অনুযায়ী ঢাকার দূষণ স্কোর ছিল ৬৪, যা মাঝারি বা তুলনামূলক ভালো মানের বায়ু নির্দেশ করে।

সর্বশেষ খবর