বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৩তম অবস্থানে ঢাকা

প্রকাশ :
সংশোধিত :

বিশ্বজুড়ে ক্রম্বর্ধমান বায়ুদূষণের প্রভাব থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশের রাজধানী ঢাকাও। দীর্ঘদিন ধরেই মেগাসিটিটি দূষিত বাতাসের কবলে আক্রান্ত, যদিও মাঝে মাঝে বৃষ্টিপাতের ফলে বায়ুমানের সাময়িক উন্নতি দেখা যায়।
আজ সোমবার (০৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পরিমাপক সংস্থা আইকিউএয়ার জানায়, ওই সময়ে ঢাকার বায়ুমানের সূচক ছিল ৮১, যা ‘মাঝারি’ দূষণ স্তরের অন্তর্ভুক্ত। তালিকায় এ স্কোর নিয়ে বিশ্বের ২৩তম দূষিত শহর হিসেবে অবস্থান করছে ঢাকা।
একই সময়ে ৪০৬ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর বিশ্বের সবচেয়ে দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি (২৪৬), তৃতীয় স্থানে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ (১৭৪), চতুর্থ স্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৫৭) এবং পঞ্চম স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, যার বায়ুমান সূচক ১৪৭।


For all latest news, follow The Financial Express Google News channel.