বাইরে থেকে ফেলা তারে ১৫ মিনিট বন্ধ মেট্রোরেল

প্রকাশ :
সংশোধিত :

মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর বাইরে থেকে তার ফেলায় ১৫ মিনিটের জন্য ট্রেন চলাচল বন্ধ ছিল।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্মকর্তাদের সাথে কথা বলে জানা যায়, পল্লবী থেকে মিরপুর-১১ পর্যন্ত মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর বাইরে থেকে একটি তার নিক্ষেপ করা হয়।
ফলে আজ রোববার (০২ নভেম্বর) দুপুর ১২:৪০ মিনিটে ট্রেন চলাচল স্থগিত করা হয়। ওই তার সরানোর পর বেলা ১২:৫৫ মিনিটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
মেট্রোর বৈদ্যুতিক লাইনকে ওভারহেড ক্যাটেনারি সিস্টেম বলা হয়, যার মাধ্যমে মেট্রোর ইঞ্জিনে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, "লাইনের ওপর তার পড়ার কারণে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ ছিল। এটি বাসাবাড়ি থেকে ফেলা কোনো তারের কারণে ঘটেছে, লাইনের কোনো প্রযুক্তিগত সমস্যা নয়।"
 
 
              For all latest news, follow The Financial Express Google News channel.