বাড্ডায় বাড়ির গুদাম থেকে যুবক ও নারীর গলিত লাশ উদ্ধার

প্রকাশ :
সংশোধিত :

রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি বাড়ির নিচতলার গুদাম থেকে এক যুবক ও এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২ নভেম্বর) দুপুরে মরদেহ দুটি উদ্ধার করা হয় বলে জানান ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সফিকুল ইসলাম।
মারা যাওয়া যুবকের নাম সাইফুল ইসলাম (২৪)। তিনি পাশের ইবনে কাসীর ক্যাডেট মাদ্রাসায় দারোয়ান হিসেবে কাজ করতেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিহত নারী এলাকাবাসীর বাসাবাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
সহকারী কমিশনার সফিকুল ইসলাম জানান, ৭–৮ দিন আগে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, বাড়ির মালিক আতিক গ্রামের বাড়িতে ছিলেন। শনিবার ঢাকায় ফিরে বাসা পরিষ্কার করতে গিয়ে পচা গন্ধ পান এবং কয়েকটি মৃত ইঁদুর ফেলে দেন। পরদিন সকালে আবারও গন্ধ পেয়ে নিচতলার গুদামে গিয়ে দুজনের মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন।
 
 
              For all latest news, follow The Financial Express Google News channel.