আশুলিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ :

সংশোধিত :

রাজধানীর আশুলিয়ায় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান।

নিহত যুবকের নাম রুস্তম আলী (২৭)। তিনি নীলফামারীর জলঢাকা থানার ছলিম উদ্দিনের ছেলে।

স্থানীয়দের বরাতে ওসি জানান, পথচারীরা মহাসড়কের পাশে রুস্তমকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে দ্রুত আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায়, রুস্তমের গলায় গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোনো জায়গায় গুলি করে হত্যার পর মরদেহ এখানে এনে ফেলে রাখা হয়েছে।

সর্বশেষ খবর