৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় ঐকমত্য কমিশন

প্রকাশ :

সংশোধিত :

জাতীয় ঐকমত্য কমিশন আগামী বৃহস্পতিবার (৩১ জুলাই) এর মধ্যে চূড়ান্ত জাতীয় সনদ ঘোষণার লক্ষ্য নিয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে বুধবার (৩০ জুলাই) সনদ ঘোষণার তারিখ জানানো হতে পারে।

আজ বুধবার (৩০ জুলাই) দুপুরের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসে কমিশন।

আজকের বৈঠকে সংসদে নারীদের প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব (সংবিধানের অনুচ্ছেদ ৪৮(৩)), রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেক্টোরাল কলেজ, উচ্চকক্ষের গঠন ও সদস্য নির্বাচনের পদ্ধতি, এখতিয়ার, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ এবং রাষ্ট্রের মূলনীতি নিয়ে আলোচনা হয়।

কমিশন এর আগে মার্চ থেকে মে মাস পর্যন্ত চলা আলোচনায় ১৬৬টি সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রাথমিক সংলাপ সম্পন্ন করে। এরপর জুন মাস থেকে ২০টি মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে শুরু হয় ধারাবাহিক আলোচনা। ইতোমধ্যে ‘নোট অব ডিসেন্ট’সহ ১২টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দলগুলো। বাকি ৮টি বিষয়ে আলোচনা চলমান রয়েছে। এর মধ্যেই কমিশন জাতীয় সনদের একটি খসড়া দলগুলোর কাছে পাঠিয়েছে।

এই খসড়ায় নির্বাচিত সরকারকে দুই বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
 

সর্বশেষ খবর