বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় ১০ নারী, ৩ আসনে লড়বেন খালেদা জিয়া

প্রকাশ :
সংশোধিত :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তালিকা প্রকাশ করেন।
প্রকাশিত এই প্রাথমিক তালিকায় মোট ১০ জন নারী প্রার্থীকে বিভিন্ন আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তিনটি আসনে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আসনগুলো হলো: দিনাজপুর-৩ , বগুড়া-৭ এবং ফেনী-১।
তালিকায় থাকা অন্য নয়জন নারী প্রার্থীর মধ্যে নাটোর-১ আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন ফারজানা শারমিন, যশোর-২ আসনে মোছাঃ সাবিরা সুলতানা, ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্ট, শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন, মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা, ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলি, ফরিদপুর-২ আসনে শ্যামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনে নায়াব ইউসুফ আহমেদ এবং সিলেট-২ আসনে মোছাঃ তাহসিনা রুশদীর।
বিএনপি সর্বমোট ২৩৭টি আসনে তাদের দলীয় প্রার্থীদের এই প্রাথমিক তালিকা ঘোষণা করেছে, যেখানে বেশ কিছু আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি বা তালিকা স্থগিত রাখা হয়েছে।
 
 
              For all latest news, follow The Financial Express Google News channel.