আজকের মধ্যে ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবি
প্রকাশ :
সংশোধিত :
বিশ্ব ইজতেমা ময়দানের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষের ঘটনায় হতাহতের পরিপ্রেক্ষিতে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন মাওলানা জুবায়েরের অনুসারী ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
আজ বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মামুনুল হক বলেন, "আমাদের প্রথম দাবি ছিল আজকের মধ্যেই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন যে, কোনো অপরাধী ছাড় পাবে না এবং আইনানুগ ব্যবস্থা নিতে তারা দেরি করবেন না। আমরা তাদের আশ্বাসের ওপর আস্থা রাখতে চাই।"
সংঘর্ষের বিষয়ে তিনি বলেন, "এটি কোনো সংঘর্ষ নয়, বরং একপক্ষীয় হামলা। সাদপন্থিরা পরিকল্পিতভাবে আমাদের নিরীহ অনুসারীদের উপর হামলা চালিয়ে হতাহত করেছে। আমরা দেখেছি, হামলাকারীরা গেট, বাউন্ডারি ও সীমানা প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করেছে, যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও রয়েছে।"
মামুনুল হক আরও অভিযোগ করেন, "সাদপন্থিরা বাংলাদেশবিরোধী শক্তির সহযোগী হিসেবে কাজ করছে। তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করার দাবি জানিয়েছি। এ ধরনের অপশক্তি প্রতিরোধ করা শুধু আলেম-ওলামাদের দায়িত্ব নয়, বরং রাষ্ট্র ও প্রশাসনেরও দায়িত্ব।"
এর আগে, বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের সংঘর্ষের জেরে স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা। পরে মাওলানা জুবায়েরের অনুসারীদের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা হয়।