আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো চিন্ময়কে

প্রকাশ :

সংশোধিত :

রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি থাকা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে গ্রেপ্তার দেখানোর জন্য পুলিশের আবেদন গ্রহণ করেছেন আদালত।

সোমবার (৫ মে) ঢাকার ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন এ বিষয়ে শুনানি শেষে গ্রেপ্তার দেখানোর অনুমতি দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) রায়হানুল ওয়াজেদ চৌধুরী। তিনি বলেন, আলিফ হত্যাকাণ্ডে চিন্ময়ের সম্পৃক্ততা থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে, যা আদালত মঞ্জুর করেন। নিরাপত্তার কারণে চিন্ময়কে সরাসরি আদালতে হাজির না করে কারাগার থেকে ভার্চুয়াল শুনানিতে অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, কোতোয়ালি থানায় দায়ের হওয়া চারটি মামলার মধ্যে একটি মামলায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ রয়েছে। বাকি তিনটি মামলা পুলিশের কাজে বাধা দেওয়া, বিচারপ্রার্থী ও আইনজীবীদের ওপর হামলার অভিযোগে করা হয়েছে। আলিফ হত্যা মামলার শুনানি সোমবার ভার্চুয়াল আদালতে অনুষ্ঠিত হয়, আর বাকি মামলাগুলোর শুনানি হবে মঙ্গলবার একইভাবে। 

সর্বশেষ খবর