১৫ দিনেও উদ্ধার হয়নি আব্দুল আলীমের চুরি যাওয়া পদক

প্রকাশ :
সংশোধিত :

লোকসংগীতশিল্পী আব্দুল আলীমের একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ সাতটি পদক ও স্মারক চুরির ১৫ দিন পার হলেও সেগুলো উদ্ধার হয়নি।
৮ মে রাতে খিলগাঁওয়ে তার মেয়ের বাসা থেকে এ চুরি হয়। সিসিটিভিতে সন্দেহভাজন কয়েকজনকে দেখা গেলেও তারা এখনো গ্রেপ্তার হয়নি।
ওসি দাউদ হোসেন জানান, তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে, গোয়েন্দা সংস্থাও কাজ করছে।
চুরি যাওয়া পদকের মধ্যে রয়েছে একুশে পদক (১৯৭৭), স্বাধীনতা পুরস্কার (১৯৯৭), তমঘা-ই-হুসন (১৯৬০) ও পাকিস্তানের সংগীত সম্মেলনের দুটি স্মারক। সঙ্গে চুরি হয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকার।

