২০২৪ এর সেরা পাঁচটি বাংলা ওয়েব সিরিজ যা না দেখলেই নয়
প্রকাশ :
সংশোধিত :
মানুষের প্রযুক্তি-নির্ভর জীবনে বিনোদনের জন্যেও তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করতে চায় আর তার জন্য উপযুক্ত হলো ওটিটি প্ল্যাটফর্ম। বর্তমানে সিনেমার থেকে দর্শকরা ওয়েব সিরিজের বেশি ভক্ত। মুঠোফোন বন্দী জীবনে রোম্যান্স, থ্রিলার, হরর নানা ধারার বাংলা ওয়েব সিরিজগুলো দর্শক-মনে সাড়া ফেলেছে। এখন প্রশ্ন জাগতেই পারে ২০২৪ সেরা ওয়েব সিরিজ কোনগুলো? এনিয়েই আজকের এই লেখা।
রঙিলা কিতাব
অনম বিশ্বাস পরিচালিত বাংলাদেশ-ভারতীয় ক্রাইম-থ্রিলার সিরিজ "রঙ্গিলা কিতাব।" চলতি বছর নভেম্বরে ওটিটি মাধ্যম হইচইয়ে সিরিজটির স্ট্রিমিং শুরু হয়।
কিঙ্কর আহসানের রঙ্গিলা কিতাব উপন্যাসের অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি। এখানে উল্লেখ্য মূল বিষয় হিসেবে রয়েছে মফস্বলে সুখে সংসার করতে থাকা এক দম্পতির শ্বাসরুদ্ধকর জীবনের গল্প।
আধুনিক বাংলা হোটেল
কাজী আসাদের চরকি অরিজিনাল সিরিজ "আধুনিক বাংলা হোটেল" বাংলা খাবারকে উপজীব্য করে লোকাল মিথোলজি, ফ্যান্টাসি, সাইকোলজিক্যাল হররের মিশ্রণে নির্মিত একটি অ্যান্থলজি সিরিজ যার প্রতিটি পর্ব একেকটি খাবারের নামে সাজানো। চলতি বছরের অক্টোবরে এটি স্ট্রিমিং শুরু হয় এবং জনপ্রিয়তা পায়। সিরিজটিতে মুখ্য চরিত্রে আছেন অভিনেতা মোশাররফ করিম।
কালপুরুষ
চলতি বছরের মে মাসে স্ট্রিমিং শুরু হয় সালজার রহমানের কালপুরুষ যেখানে মুখ্য চরিত্রের ভূমিকায় দেখা যায় চঞ্চল চৌধুরীকে। থ্রিলার ও সায়েন্স ফিকশন ঘরানার গল্পে নির্মিত ওয়েব সিরিজটি দর্শকের প্রশংসা পেয়েছে।
নৃশংস এক খুনের রহস্য উদঘাটন যা বাস্তবতাকেও হার মানায় এমন ঘটনাকে কেন্দ্র করে নির্মিত এই সিরিজ।
বাজি
চলতি বছর ঈদুল আজহায় মুক্তি পেয়েছে আরিফুর রহমানের ওয়েব সিরিজ "বাজি"। বাজিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান।
এছাড়াও সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন মিথিলা। দাম্পত্য বিচ্ছেদের পর সিরিজটি দিয়ে পর্দায় ফিরেছে এই জুটি। ক্রিকেট বরাবরই বাঙালির আবেগের জায়গা এবং ক্রিকেটকে কেন্দ্র করে সর্বপ্রথম নির্মিত সিরিজ হলো বাজি।
২ষ
নুহাশ হুমায়ূনের পরিচালনায় প্রথম সিজন “ষ” এর পরে চলতি বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছে ২য় সিজন “২ষ”।
প্রজন্ম থেকে প্রজন্মে বলা ঐতিহ্যবাহী লোককাহিনীর রহস্যময় এবং লোভনীয় প্লটের আধুনিক পুনরুজ্জীবন নিয়ে নির্মিত হয়েছে “ষ” । ব্যাপক জনপ্রিয়তা অর্জনের পর পুনরায় নতুন সিজন নিয়ে হাজির হয়েছেন নির্মাতা নুহাশ।
উভয় সিজনই ভৌতিক ও রহস্যময় গল্প নিয়ে নির্মিত। বর্তমানে চরকিতে স্ট্রিম হচ্ছে সদ্য মুক্তি পাওয়া সিরিজটি এবং ইতোমধ্যেই সিরিজটির দুইটি পর্ব সম্পন্ন হয়েছে। প্রথম পর্ব "ওয়াক্ত" ও দ্বিতীয়টি "ভাগ্য ভালো।"
বিশ্বব্যাপী মানুষের মধ্যে ওয়েব সিরিজ দেখার প্রবণতা সচরাচরই বেশি। বর্তমানে বাংলাদেশি ওয়েব সিরিজ এর জনপ্রিয়তা বাড়ছে এবং বাংলা ওয়েব সিরিজগুলো দেখার প্রবণতাও বাড়ছে।
তাই নতুন বছরে বিদায়ী বছরের কোন কাজগুলো দেখবেন, বন্ধু কিংবা একাকী কীভাবে সময় উপভোগ করবেন এর জন্য সহায়ক হতে পারে এই সিরিজগুলো।