প্রতিবন্ধীদের নিয়ে যেসব পরিকল্পনার কথা জানালেন তারেক রহমান

ফাইল ছবি
ফাইল ছবি
রিপোর্ট

প্রকাশ :

সংশোধিত :

বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়িয়ে একটা ন্যায্য টাকা দেয়া হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের এলজিআরডি মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতিবন্ধী নাগরিক শ্রেণির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি এ কথা জানান তিনি।

তারেক রহমান বলেন, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়, ভাই হিসেবে কথা বলছি। প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের পরিবারের অংশ। আমাদের সমাজের অংশ। আপনারা আমাদের প্রেরণার উৎস। আপনাদের অনুভূতিগুলোকে আমি শ্রদ্ধা করছি।

তিনি বলেন, প্রকৃত সক্ষমতা মেধা দিয়ে প্রমাণ হয়। আমি একজন রাজনীতির কর্মী হিসেবে প্রতিশ্রুতি দিতে চাই, শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না।

ক্ষমতায় গেলে একটা স্বতন্ত্র মন্ত্রণালয় প্রতিষ্ঠার ইচ্ছার কথা জানিয়ে তারেক রহমান বলেন, প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়িয়ে একটা ন্যায্য টাকা দিতে চাই। দেশের বড় প্রতিষ্ঠানগুলো আপনাদের নিয়োগ করলে প্রতিষ্ঠানের ট্যাক্স সমন্বয়ের একটা চিন্তাও আমাদের আছে। উদ্যোমীদের সহজে ঝণ দেয়ার পরিকল্পনাও আমাদের আছে।

সর্বশেষ খবর