জাতীয় নাক, কান, গলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে “২য় ন্যাশনাল হেড নেক ক্যান্সার অ্যান্ড থাইরয়েড কংগ্রেস ২০২৫”

প্রকাশ :

সংশোধিত :

আগামী ৮, ৯ ও ১০ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে "২য় ন্যাশনাল হেড নেক ক্যান্সার এন্ড থাইরয়েড কংগ্রেস ২০২৫" । আয়োজনটি দেশের নাক, কান, গলা রোগের চিকিৎসায় আস্থার প্রতীক ও কেন্দ্রীয় প্রতিষ্ঠান জাতীয় নাক, কান, গলা ইন্সটিটিউটে অনুষ্ঠিত হবে।  

আজ সোমবার এক প্রেস বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে। 

বিবৃতিতে বলা হয়েছে, ক্যান্সার চিকিৎসার সর্বশেষ উন্নয়ন নিয়ে বৈজ্ঞানিক আলোচনা ও মত বিনিময়ের উদ্দেশ্যে আয়োজিত এই কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় বিষয়ক সহকারী অধ্যাপক ডা.  মোঃ সায়েদুর রহমান। বিশেষ অতিথি হবেন স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ সাইদুর রহমান। 

দেশ বিদেশের ৪৫০ জন বিশেষজ্ঞ ও শিক্ষার্থী চিকিৎসক এতে অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।  

বিবৃতিতে আরও বলা হয়েছে, হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসার্থে এক হাজারের মতো রোগী উপস্থিত হন। তাদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রেখে এই শিক্ষামূলক সম্মেলনকে সাফল্যমন্ডিত করার জন্য প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।  এই কংগ্রেসে বিশেষজ্ঞগণ তাদের গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরবেন। এতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দেশী ও বিদেশী সার্জনগণ সহস্তে অপারেশন করবেন এবং তা নিয়ে অংশগ্রহণকারীদের প্রশ্নের সরাসরি উত্তর দিবেন।  

বিশ্বসেরা পাঁচজন বিশেষজ্ঞ এ কংগ্রেস উপলক্ষে অনলাইনে যুক্ত হয়ে বক্তৃতা করবেন।

বিবৃতিতে বলা হয়েছে, হেড নেক ক্যান্সার এন্ড থাইরয়েড একটি ক্রমবর্ধমান সমস্যা। এর মোকাবেলায় এই কংগ্রেস সংশ্লিষ্টদের এ বিষয়ের আধুনিক জ্ঞানের সাথে পরিচিত হবার সুযোগ দিবে এবং তাদের কর্মদক্ষতা বাড়াতে সহায়ক হবে। 

সর্বশেষ খবর