দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৫০৬ নতুন রোগী

প্রকাশ :

সংশোধিত :

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ সময় নতুন করে আরও ৫০৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৮৬২ জনে।

আজ শুক্রবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৫৩ জন (সিটি কর্পোরেশনের বাইরে), চট্টগ্রাম বিভাগে ৯১ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা বিভাগে ২১৩ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১০৮ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৫ জন আক্রান্ত হয়েছেন।

ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২৭৮-এই রয়েছে, কারণ গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যু রেকর্ড হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৭৮২ জন রোগী চিকিৎসাধীন আছেন।

সর্বশেষ খবর