ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

প্রকাশ :

সংশোধিত :

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ৩৮৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার (৩০ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন মৃত্যু দুইটি যোগ হওয়ায় চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ জনে। মৃত্যুবরণকারীদের মধ্যে ৪৬ জন পুরুষ এবং ৩৫ জন নারী।

এছাড়া এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭০২ জনে। আক্রান্তদের মধ্যে ১২ হাজার ১৬২ জন পুরুষ এবং ৮ হাজার ৫৪০ জন নারী।

সর্বশেষ খবর