বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার


চলতি বছরের মধ্যে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। লক্ষ্য অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যেই এই নিয়োগ সম্পন্ন করা সম্ভব হবে।
সোমবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের হাসপাতালসমূহ যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
নূরজাহান বেগম বলেন, দেশে এখনো পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নেই। তবে আশাবাদী, বিশেষ বিসিএসের মাধ্যমে শূন্যতা কিছুটা পূরণ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও রেলওয়ের হাসপাতালগুলো সাধারণ মানুষের জন্য খুলে দিতে কিছুটা সময় লাগবে। বর্তমানে এই হাসপাতালগুলো কেবল রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

