২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২৫

প্রকাশ :

সংশোধিত :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আর দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২৫ জন রোগী। 

আজ বুধবার (১০ সেপ্টেম্বর)  স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যে দেখা যায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। নতুন রোগীদের মধ্যে ঢাকার দক্ষিণ ও উত্তরের সিটি করপোরেশন এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, রংপুর ও সিলেট বিভাগের বাইরের এলাকাগুলো থেকেও বহু নতুন রোগীর খবর পাওয়া গেছে।

বর্তমানে সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৮২১ জন ডেঙ্গু রোগী। পরিস্থিতি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্কতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৯ জন। 

সর্বশেষ খবর