রাশিয়ায় ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

প্রকাশ :
সংশোধিত :

রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ার পর রাশিয়া ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে প্রায় ১৩৬ কিলোমিটার পূর্বে।
জাপানের আবহাওয়া সংস্থা পূর্ব উপকূলজুড়ে সুনামি পরামর্শ জারি করেছে। এতে বলা হয়েছে, ৩ মিটার বা প্রায় ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।
এ ছাড়া সুনামির আশঙ্কায় তাইওয়ান, হাওয়াই ও আলাস্কার আলেউটিয়ান দ্বীপপুঞ্জে সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের বেশ কিছু এলাকাতেও সতর্কতা জারি রয়েছে।
উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় "রিং অব ফায়ার" অঞ্চলের অংশ হওয়ায় এই এলাকাটি ভূমিকম্প এবং সুনামির ঝুঁকিতে রয়েছে। সংশ্লিষ্ট দেশগুলো উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে।

