কাপ্তাই হ্রদের পানির স্তর বিপৎসীমায়, খুলছে ১৬টি জলকপাট

প্রকাশ :

সংশোধিত :

টানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে হ্রদের পানি নিয়ন্ত্রণে রাখতে ও নিচু এলাকাকে সম্ভাব্য বন্যার ঝুঁকি থেকে রক্ষা করতে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের স্পিলওয়ের ১৬টি জলকপাট খুলে দেওয়া হবে। 

আজ সোমবার (৪ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এই জলকপাটগুলো খোলা হবে। এতে করে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, যদি পানির পরিমাণ আরও বাড়ে, তবে ১৬টি গেটের উচ্চতা বাড়িয়ে আরও পানি ছাড়ার প্রয়োজন হতে পারে। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে গতকাল রোববার (৩ আগস্ট) রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্রদের পানি বিপৎসীমায় পৌঁছানো এবং রাঙ্গামাটির নিচু এলাকাগুলোকে বন্যা থেকে রক্ষার জন্য সোমবার বিকেল ৩টা থেকে প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৯ হাজার কিউসেক পানি হ্রদ থেকে নদীতে প্রবাহিত হবে।

সর্বশেষ খবর