জানুয়ারি থেকে সব সরকারি ভবন গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের আহ্বান পরিবেশ উপদেষ্টার

প্রকাশ :
সংশোধিত :

আগামী জানুয়ারি থেকে সব সরকারি ভবন পরিবেশবান্ধব গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
আজ রোববার (০২ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘গ্রিন বিল্ডিং’ বিষয়ক কর্মশালায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যেন যৌথভাবে একটি বাধ্যতামূলক নির্দেশনা বা গাইডলাইন তৈরি করে, যাতে জানুয়ারি থেকে সরকারি ভবনগুলো গ্রিন বা টেকসই (সাস্টেইনেবল) ভবন হিসেবে নির্মিত হয়।
রিজওয়ানা হাসান আরও বলেন, “আমি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়কে অনুরোধ করেছি তারা যেন একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করে গ্রিন বিল্ডিং সংক্রান্ত একটি নির্দেশনা তৈরি করে। আমরা সবাই মিলে একটি সম্মিলিত নীতি তৈরি করব, যাতে জানুয়ারি থেকে সরকারি ভবন নির্মাণে এই নিয়মগুলো বাধ্যতামূলকভাবে অনুসরণ করা হয়।”
কর্মশালায় বক্তারা বলেন, গ্রিন বিল্ডিং হলো এমন একধরনের স্থাপনা, যা নকশা থেকে শুরু করে নির্মাণ, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের প্রতিটি ধাপে পরিবেশের ওপর প্রভাব কমিয়ে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। তাদের মতে, এমন ভবন শুধু কার্বন ডাই–অক্সাইড নিঃসরণ কমায় না, পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়েও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
 
 
              For all latest news, follow The Financial Express Google News channel.