বাংলাদেশের জলবায়ু সহনশীলতা গড়ে উঠবে নারীদের অদম্য সাহসের ভিত্তিতে: উপদেষ্টা রিজওয়ানা হাসান

প্রকাশ :
সংশোধিত :

বাংলাদেশের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশের জলবায়ু সহনশীলতা গড়ে উঠবে নারীদের অদম্য সাহস ও সংগ্রামী মনোবলের ওপর ভিত্তি করে।
বুধবার ঢাকার আলোকী মিলনায়তনে অনুষ্ঠিত ‘বার্ষিক কমিউনিটি অব প্র্যাকটিসেস (সিওপি) নেটওয়ার্ক সম্মেলন ২০২৫ – এমপাওয়ার: জলবায়ু সহনশীল সমাজ গঠনে নারীর ভূমিকা (দ্বিতীয় পর্ব)’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, “পরিবর্তন সব সময় আমাদের নিয়ন্ত্রণে না থাকলেও টিকে থাকার লড়াইটা আমাদের হাতেই—আর সেই লড়াইয়ে প্রতিদিন অনুপ্রেরণা দেয় আমাদের পরিবারের নারীরাই।”
তিনি উল্লেখ করেন, বাংলাদেশের নারীরা ঘরে, সমাজে এবং দুর্যোগপ্রবণ এলাকায় জলবায়ু সহনশীলতার লড়াইয়ের নেতৃত্ব দিচ্ছেন। তাদের অবিচল শক্তি, অভিযোজন ক্ষমতা ও অধ্যবসায়ের মাধ্যমে তারা কখনোই প্রতিকূলতা, দারিদ্র্য কিংবা অনিশ্চয়তার কাছে পরাজিত হননি।
পরিবেশ উপদেষ্টা বলেন, “নারীকে ক্ষমতায়ন মানে হলো জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় টেকসই রূপান্তর নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “আমাদের বড় অবকাঠামো প্রকল্পে বিনিয়োগের পাশাপাশি নদীভাঙন ও দুর্যোগপ্রবণ অঞ্চলে বসবাসরত মানুষের সুরক্ষায় বরাদ্দ বৃদ্ধি করতে হবে।”
রিজওয়ানা হাসান জোর দিয়ে বলেন, প্রকৃত টেকসই উন্নয়ন তখনই সম্ভব হবে, যখন সমাজের প্রতিটি দুর্বল ও প্রান্তিক মানুষকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষিত রাখা যাবে।
তিনি সরকার ও বেসরকারি উদ্যোগের মাধ্যমে ছোট ও সম্প্রদায়ভিত্তিক অভিযোজন প্রকল্পগুলোকে আরও প্রসারিত করার আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় নারীদের উদ্ভাবনী জলবায়ু অভিযোজন উদ্যোগগুলোকে জাতীয় উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, সুইস দূতাবাসের সহযোগিতা বিভাগের প্রধান দীপাক এলমার, জাতিসংঘ নারী সংস্থার বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিংহ, এবং মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম উপস্থিত ছিলেন।
পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান স্থানীয় পর্যায়ের উদ্ভাবনী জলবায়ু অভিযোজন উদ্যোগ প্রদর্শনকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
 
 
              For all latest news, follow The Financial Express Google News channel.