১৩ আগস্টের দিকে বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা, বাড়তে পারে বৃষ্টিপাত

প্রকাশ :
সংশোধিত :

আগামী ১৩ আগস্টের দিকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। এতে করে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন এলাকায় সারা সপ্তাহজুড়ে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ রোববার (১০ আগস্ট) সন্ধ্যায় প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক-দু’টি স্থানে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
ঢাকায় আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু স্থানে মাঝারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক স্থানে, রাজশাহী ও চট্টগ্রামের কিছু এলাকায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটে ভারি বর্ষণের আশঙ্কাও করা হচ্ছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং অন্যান্য বিভাগে কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপ্তি আরও বাড়তে পারে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার সন্ধ্যা থেকে দেশের প্রায় সব বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। তবে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, ১৩ আগস্টের দিকে বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে।

