টেলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ প্রকাশ
প্রকাশ :
সংশোধিত :
পপ সুপারস্টার টেলর সুইফটের বহু প্রতীক্ষিত ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ আজ বিশ্বব্যাপী প্রকাশিত হয়েছে। নতুন অ্যালবামটিতে আবারও সংগীতপ্রেমীদের মনে উত্তেজনা সৃষ্টি করেছেন গায়িকা।
আজ শুক্রবার (৩ অক্টোবর) অ্যালবামটি প্রকাশিত হলে হলিউডের সংগীত বিশেষজ্ঞরা এটিকে বছরের সবচেয়ে আলোচিত সঙ্গীত অ্যালবাম হিসেবে অভিহিত করেছেন। তারা মনে করছেন, চলতি বছরের অন্যতম সেরা বিক্রিত অ্যালবাম হতে পারে এটি এবং পুরনো রেকর্ড ভাঙার সম্ভাবনাও রয়েছে।
এদিকে অ্যালবামের প্রথম গান ‘দ্য ফেইট অব ওফেলিয়া’ প্রকাশের সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। মাত্র ৮ ঘণ্টার মধ্যে ইউটিউবে গানটি মিলিয়ন ভিউ ছাড়িয়েছে।
তবে গানের মিউজিক ভিডিও এখনও অনলাইনে মুক্তি পায়নি। টেলর সুইফটের নিজস্ব পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত মিউজিক ভিডিওটি আগামী ৫ অক্টোবর অনলাইনে প্রকাশিত হবে।


For all latest news, follow The Financial Express Google News channel.