শ্রদ্ধা নিবেদনের জন্য পাপিয়া সারোয়ারের মরদেহ শহীদ মিনারে
প্রকাশ :
সংশোধিত :
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া সারোয়ারের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়েছে। প্রিয় সংগীতশিল্পীকে শেষবারের মতো শ্রদ্ধা নিবেদন করতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসছেন ভক্ত ও শুভাকাঙ্খীরা।
দীর্ঘ সময় ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন রবীন্দ্রসংগীত শিল্পী পাপিয়া। মৃত্যুর পর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য একুশে পদকপ্রাপ্ত এ শিল্পীর মরদেহ রাখা হয় বারডেমের হিমঘরে। সেখান থেকে পরে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় তার মরদেহ।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) জুমার নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন কালজয়ী গান ‘নাই টেলিফোন, নাইরে পিয়ন’ খ্যাত এ সংগীতশিল্পী।