স্পটিফাইয়ের সিইও পদ ছাড়লেন ড্যানিয়েল এক

প্রকাশ :

সংশোধিত :

সঙ্গীত স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ড্যানিয়েল এক। তবে কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না তিনি। নতুন করে তিনি প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার এক ঘোষণায় স্পটিফাই জানায়, ড্যানিয়েলের উত্তরসূরি হিসেবে কো-সিইও হিসেবে দায়িত্ব নিচ্ছেন প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান পণ্য ও প্রযুক্তি কর্মকর্তা গুস্তাভ সোদারস্ট্রম এবং প্রধান বাণিজ্য কর্মকর্তা অ্যালেক্স নরস্ট্রম। এই দুই কর্মকর্তা বর্তমানে কো-প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন এবং আগামী ১ জানুয়ারি থেকে তারা যৌথভাবে স্পটিফাইয়ের নেতৃত্ব দেবেন।

স্পটিফাই বলছে, এই রদবদলের মাধ্যমে তারা প্রতিষ্ঠানটির নেতৃত্ব কাঠামোকে আরও ‘আনুষ্ঠানিক রূপ’ দিচ্ছে। বাস্তবে, ২০২৩ সাল থেকেই প্রতিষ্ঠানটির দৈনন্দিন কার্যক্রম ও কৌশলগত পরিচালনায় এই দুজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

ড্যানিয়েল এক জানিয়েছেন, তিনি এরই মধ্যে অনেকটাই নেতৃত্ব হস্তান্তর করেছেন এবং এই পরিবর্তন কেবল পদবি অনুযায়ী সেই বাস্তবতাকে প্রতিফলিত করছে।

এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে ড্যানিয়েল এখন প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনায় মনোযোগ দেবেন বলে জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেন, এটি কোনো ‘নামমাত্র’ পদ নয়, বরং ইউরোপীয় দৃষ্টিভঙ্গিতে এই ভূমিকা অনেক বেশি সক্রিয় এবং ব্যবসায়িক কার্যক্রমে সম্পৃক্ত।

এক প্রশ্নোত্তর পর্বে ড্যানিয়েল আরও বলেন, তিনি এখনো স্পটিফাইয়ের সামনে বিপুল সম্ভাবনার দ্বার উন্মুক্ত দেখতে পাচ্ছেন—বিশেষ করে এশিয়া ও আফ্রিকার অনেক দেশ যেখানে স্ট্রিমিং এখনও পুরোপুরি জনপ্রিয় হয়নি, সেই বাজারগুলোতে প্রবেশের সুযোগ রয়েছে। তাছাড়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার স্ট্রিমিং সেবাকে আরও উন্নত করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

সর্বশেষ খবর