অক্টোবরে আসছে টেইলর সুইফটের 'দ্য লাইফ অব আ শোগার্ল' অ্যালবাম

প্রকাশ :
সংশোধিত :

পপ তারকা টেইলর সুইফটের ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে।
ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা নিয়ে তৈরি এই অ্যালবামটি আগামী ৩ অক্টোবর প্রকাশিত হবে। তবে শুধু অ্যালবাম প্রকাশ নয়, একের পর এক চমক দিয়ে যাচ্ছেন সুইফট।
এর আগে অ্যালবামটির দুটি ভিনাইল সংস্করণ প্রকাশ করে ব্যাপক সাড়া ফেলেন তিনি। প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যেই ওই দুটি সংস্করণ বিক্রি শেষ হয়ে যায়।
এবার সুইফট নিয়ে আসছেন ‘বেবি, দ্যাটস শো বিজনেস এডিশন’ নামে অ্যালবামটির আরেকটি কাভার সংস্করণ। সুইফটের অফিশিয়াল ওয়েবস্টোরে জানানো হয়েছে, স্টক শেষ না হওয়া পর্যন্ত এই সংস্করণটি বিক্রি চলবে। তবে ধারণা করা হচ্ছে, এটি প্রকাশের পরপরই শেষ হয়ে যাবে।
টেইলর সুইফট আগেই জানিয়েছেন, এই অ্যালবামে তার ব্যক্তিগত জীবন ও দীর্ঘ দুই বছরের ‘ইরাস ট্যুর’ এর অভিজ্ঞতা স্থান পেয়েছে। তবে আগের মতো এবার কোনো বোনাস ট্র্যাক থাকছে না।
ভিনাইল সংস্করণের প্রচ্ছদও ভক্তদের নজর কেড়েছে। সদ্য প্রকাশিত একটি সংস্করণের প্রচ্ছদে দেখা গেছে কমলা রঙের ঝলমলে ডিস্কে, বাথটাবের পাশে শোগার্ল কস্টিউমে সুইফটের একটি ছবি। প্রচুর সাড়া পাওয়ায় ৩ অক্টোবর মূল অ্যালবাম মুক্তির আগে আরও কিছু ভিনাইল সংস্করণ প্রকাশ করার পরিকল্পনা রয়েছে সুইফটের।

