নতুন জীবনে ডেমি লোভেটো ও জর্ডান লুটস

প্রকাশ :
সংশোধিত :

জনপ্রিয় মার্কিন গায়িকা ডেমি লোভেটো দীর্ঘদিনের প্রেমিক ও সহশিল্পী জর্ডান ‘জুটস’ লুটসকে বিয়ে করেছেন।
ক্যালিফোর্নিয়ায় ঘনিষ্ঠ পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তারা ২০২২ সালে অ্যালবামে একসঙ্গে কাজ করতে গিয়ে পরিচিত হন এবং ২০২৩ সালে জর্ডান তাকে হীরার আংটি দিয়ে প্রস্তাব দেন। বিয়ের পর দুজনেই ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেন, তারা জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে দারুণ উচ্ছ্বসিত।


For all latest news, follow The Financial Express Google News channel.