‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন রুনা লায়লা

প্রকাশ :
সংশোধিত :

বিখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লাকে সংগীত ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ।
রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত ‘উইমেন অফ ইন্সপিরেশন অ্যাওয়ার্ড ২০২৫’-এ জমকালো অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
পুরস্কার গ্রহণের সময় রুনা লায়লাকে দাঁড়িয়ে সম্মান জানান অতিথিরা। করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট কাজী ফাহাদ এবং জেসিআই ওয়ার্ল্ড উপদেষ্টা রবি শঙ্কর।
অনুষ্ঠানে আরও ১৩ জন নারীকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পুরস্কৃত করা হয়। পাশাপাশি ‘আনসাং হিরো’ হিসেবে তিনজন নারীকে দেওয়া হয় বিশেষ সম্মাননা।
মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয় আলিফ অ্যান্ড কোম্পানি এবং গান পরিবেশন করেন কণা।
পুরস্কার পেয়ে রুনা লায়লা জেসিআই বাংলাদেশকে ধন্যবাদ জানান এবং নারীর অবদানকে স্বীকৃতি দেয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানান।

