কনসার্টে গাঁজা সেবনের দায়ে মার্কিন র্যাপার উইজ খলিফার ৯ মাসের জেল

প্রকাশ :
সংশোধিত :

কনসার্ট চলাকালে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে রোমানিয়ার একটি আদালত মার্কিন র্যাপার উইজ খলিফাকে নয় মাসের কারাদণ্ড দিয়েছে। এর আগে তাকে যে আর্থিক জরিমানা করা হয়েছিল, তা বাতিল করে বিচারকরা এই কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
কনস্টান্টা আপিল আদালতের রায়ে বলা হয়েছে, থমাস ক্যামেরন জিব্রিল ওরপে উইজ খলিফাকে কারাগারে থেকেই এই সাজা ভোগ করতে হবে। এর আগে তাকে ৩ হাজার ৬০০ রোমানিয়ান লিউ (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ টাকা) জরিমানা করা হয়েছিল, যার বদলে এখন এই সাজা দেওয়া হলো।
আদালত জানিয়েছে, তার এই কর্মকাণ্ড ছিল "ঔদ্ধত্যপূর্ণ" এবং এর মাধ্যমে বিশেষ করে তরুণ দর্শকদের মধ্যে বেআইনি আচরণকে স্বাভাবিক করে তোলার ঝুঁকি তৈরি হয়েছে।
২০২৪ সালের জুলাই মাসে উপকূলীয় শহর কস্টিনেস্তিতে 'বিচ, প্লিজ!' উৎসবে পারফর্ম করার সময় র্যাপারকে মঞ্চে গাঁজা সেবন করতে দেখা যায়, যা থেকেই এই মামলার সূত্রপাত। শো শেষ হওয়ার পর পুলিশ তাকে কিছুক্ষণের জন্য আটক করেছিল এবং পরবর্তীতে আইনজীবীরা তার বিরুদ্ধে ব্যক্তিগত ব্যবহারের জন্য তথাকথিত "ঝুঁকিপূর্ণ মাদক" রাখার অভিযোগ আনেন। তদন্তকারীরা জানিয়েছেন, তার কাছে ১৮ গ্রামের বেশি গাঁজা ছিল এবং এর কিছু অংশ তিনি দর্শকদের সামনেই সেবন করেছিলেন।
খলিফার অনুপস্থিতিতেই এই রায় ঘোষণা করা হয়। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং এই সপ্তাহের শুরুতে ক্যালিফোর্নিয়ায় একটি অনুষ্ঠানে পারফর্ম করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি রোমানিয়ার প্রতি অসম্মানের জন্য ক্ষমা চেয়েছেন এবং বলেছেন তিনি আর মঞ্চে গাঁজা সেবন করবেন না।
রোমানিয়ান অপরাধ বিশেষজ্ঞ ভ্লাদ জাহা স্থানীয় গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্র থেকে তাকে রোমানিয়ার হাতে তুলে দেওয়ার (প্রত্যর্পণ) সম্ভাবনা কম। র্যাপারের আন্তর্জাতিক খ্যাতি এবং আমেরিকায় গাঁজার ভিন্ন আইনি অবস্থানের প্রেক্ষাপটে তিনি এই কারাদণ্ডকে "অস্বাভাবিকভাবে কঠোর" বলে বর্ণনা করেছেন।
'ব্ল্যাক অ্যান্ড ইয়েলো' এবং 'সি ইউ অ্যাগেইন'-এর মতো জনপ্রিয় গানের জন্য পরিচিত খলিফা গাঁজা-সংক্রান্ত ব্যবসাও পরিচালনা করেন। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে মারিজুয়ানা বা গাঁজা বৈধ হলেও রোমানিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল আইনে এটি এখনও অবৈধ।


For all latest news, follow The Financial Express Google News channel.