জনপ্রিয় তেলেগু অভিনেতা আল্লু আর্জুন গ্রেফতার!
রিপোর্ট
প্রকাশ :
সংশোধিত :
ভারতের হায়দারাবাদ শহরের 'সন্ধ্যা থিয়েটার'-এ ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জেরে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত ৪ ডিসেম্বর 'পুষ্পা টু: দ্য রুল' সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে রেবতী নামে এক নারী ভক্ত নিহত হন। এর পরেই নিহতের পরিবার থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিনেতাকে গ্রেফতার করেছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, রেবতী ঘটনার সময় তার ৮ বছর বয়সী ছেলে শ্রীতেজের সঙ্গে ছিলেন, যাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।