জেল থেকে ছাড়া পেয়েছেন আল্লু অর্জুন, পুলিশ নিয়ে ক্ষোভ প্রকাশ
প্রকাশ :
সংশোধিত :
হায়দারাবাদের সন্ধ্যা থিয়েটারে একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঘটনায় জেলে আটক থাকার পর ছাড়া পেয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন।
শনিবার (১৪ ডিসেম্বর) সকালে জেল থেকে ছাড়া পাওয়ার পর আল্লু অর্জুন অভিযোগ করেন, পুলিশ অকারণে তার ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়েছিল। তিনি আরও জানান, থানা যাওয়ার আগে পোশাক পরিবর্তন করার অনুমতি চাইলেও পুলিশ তাকে সে সুযোগ দেয়নি।
অভিনেতা বলেন, "পুলিশ আমাকে নিয়ে গেছে, সেটা ঠিক, তবে আমার বেডরুমে ঢুকে পড়াটা অতিরিক্ত ছিল।"
অল্লুর আইনজীবী অশোক রেড্ডি বলেন, সন্ধ্যা থিয়েটারে এক নারীর মৃত্যুর জন্য আল্লুকে দায়ী করা ঠিক নয় এবং ওই দিনের ঘটনা অনিচ্ছাকৃত ছিল। তিনি এটাও জানান, ১৩ ডিসেম্বর জামিন পাওয়ার পরেও আল্লু অর্জুনকে পুরো রাত জেলে রাখা হয়েছিল, যা তিনি 'অবৈধ আটক' হিসেবে দেখেন।
গত ৪ ডিসেম্বর সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারের সময় পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়। এর পর তার পরিবার থানায় অভিযোগ দায়ের করে এবং তদন্তের পর পুলিশ আল্লুকে গ্রেফতার করে।
আল্লু অর্জুনের আইনজীবী হাইকোর্টে জামিনের আবেদন করলে তেলঙ্গানা হাই কোর্ট তাকে ৫০ হাজার টাকার মুচলেকায় অন্তর্বর্তী জামিন দেয়।