জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান

প্রকাশ :
সংশোধিত :

৩৩ বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন বলিউড কিং শাহরুখ খান।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞানভবনে আয়োজিত ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে সেরা অভিনেতার পুরস্কার গ্রহণ করেন তিনি। ‘জওয়ান’ ছবির জন্য এ সম্মান পেলেন শাহরুখ।
এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে পেয়েছেন বিক্রান্ত মাসো (‘টুয়েলভথ ফেল’)। সেরা অভিনেত্রী হয়েছেন রানি মুখার্জি (‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’)। দক্ষিণী অভিনেতা মোহনলাল দাদাসাহেব ফালকে সম্মাননায় ভূষিত হয়েছেন। সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে কাঁঠাল: আ জ্যাকফ্রুট মিসট্রি, আর টিম সাম বাহাদুর জিতেছে তিনটি পুরস্কার।
 
 
              For all latest news, follow The Financial Express Google News channel.