বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনয় করার প্রসঙ্গে তিশা নিজেই উত্তর দিতে পারবেন: উপদেষ্টা ফারুকী

প্রকাশ :
সংশোধিত :

বঙ্গবন্ধুর বায়োপিকে নিজের স্ত্রী নুসরাত ইমরোজ তিশার অভিনয় প্রসঙ্গে উত্তর তিনি (তিশা) নিজেই দিতে পারবেন বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
প্রত্যেকেই তার পেশাগত জীবনের বিষয়ে স্বাধীন বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি শর্টফিল্ম ‘আলী’র প্রদর্শনের আমন্ত্রণ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিশা তার পেশাগত জীবনের সিদ্ধান্ত নিজেই নেয় উল্লেখ করে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, "সে ওটার উত্তর দিতে পারবে- কোন পরিস্থিতিতে কেন তাকে ওটা করতে হয়েছে।"


For all latest news, follow The Financial Express Google News channel.