বিয়ে করেছেন আলোচিত তারকা জুটি সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কো

প্রকাশ :
সংশোধিত :

সেলেনা গোমেজ ও বেনি ব্ল্যাঙ্কোর বিয়ে, ইনস্টাগ্রামে ভালোবাসায় ভরা ঘোষণা
বিখ্যাত সংগীতশিল্পী সেলেনা গোমেজ ও সংগীত প্রযোজক ও গীতিকার বেনি ব্ল্যাঙ্কো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে গোমেজ নিজেই এই সুখবর জানান।
একই পোস্টে জবাবে বেনি ব্ল্যাঙ্কো লিখেছেন, “ আমার বাস্তব জীবনের স্ত্রী” (My wife in real life)।
ইনস্টাগ্রামের ওই পোস্টে এ জুটিকে একটি সবুজ লনে বিয়ের পোশাকে চুম্বন ও আলিঙ্গনে আবদ্ধ অবস্থায় দেখা যায়। গোমেজ পরেছিলেন সাদা ফুলেল নকশার হল্টার ব্রাইডাল গাউন এবং ব্ল্যাঙ্কো পরেছিলেন রালফ লরেনের ডিজাইন করা টাক্সেডো ও বো টাই।
বিয়ের আয়োজন ছিল ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা এলাকায়। সেখানে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে বড় একটি আউটডোর টেন্টসহ বিভিন্ন প্রস্তুতি।
গোমেজের সহকর্মী ও বন্ধু-বান্ধব থেকে শুরু করে তার প্রসাধনী ব্র্যান্ড রেয়ার বিউটি-সহ অনেকে শুভেচ্ছা জানিয়েছেন।
৩৩ বছর বয়সী গোমেজ ও ৩৭ বছর বয়সী ব্ল্যাঙ্কো গত বছরের শেষদিকে তাদের বাগদান সম্পন্ন করেন।
 
 
              For all latest news, follow The Financial Express Google News channel.