আল্লু অর্জুনকে ১৪ দিনের রিমান্ড, অন্তর্বর্তীকালীন জামিন দিল হাইকোর্ট

রিপোর্ট

প্রকাশ :

সংশোধিত :

হায়দরাবাদে প্রেক্ষাগৃহের বাইরে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় তেলুগু অভিনেতা আল্লু অর্জুনকে ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। পরে তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান এই অভিনেতা। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) পরিবারের উপস্থিতিতে জুবিলি হিলসের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। 

গত ৪ ডিসেম্বর 'পুষ্পা টু: দ্য রুল' সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে রেবতী নামে এক নারী ভক্ত নিহত হন। এর পরেই নিহতের পরিবার থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিনেতাকে গ্রেফতার করেছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, রেবতী ঘটনার সময় তার ৮ বছর বয়সী ছেলে শ্রীতেজের সঙ্গে ছিলেন, যাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন। শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুরে আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

অভিযোগ আছে, অভিনেতার টিম কিংবা প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ পুলিশকে যথেষ্ট তথ্য দেয়নি, যার ফলে ভিড় নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা সম্ভব হয়নি।  

সর্বশেষ খবর