আজীবন সম্মাননা পাচ্ছেন জ্যাকি চ্যান

প্রকাশ :

সংশোধিত :

সুইজারল্যান্ডের লোকার্নো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজীবন সম্মাননা প্রদান করা হচ্ছে মার্শাল আর্টের জীবন্ত কিংব্দিন্তী তারকা এবং হলিউডের অ্যাকশন হিরো জ্যাকি চ্যানকে। 

আগামী ৬ থেকে ১৬ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এ উৎসবের ৭৮তম আসরে তাকে এ সম্মাননা জানানো হবে। 

এই উৎসবটি মূলত স্বাধীন চলচ্চিত্রকে সম্মান জানাতে আয়োজন করা হয়। তাই তো এবারের উৎসবের আয়োজকরা বিশেষভাবে সম্মানিত করবেন একজন এমন শিল্পীকে, যিনি পূর্ব ও পশ্চিম চলচ্চিত্র শিল্পের মধ্যে সেতুবন্ধন গড়েছেন। 

এ উৎসবের একটি বিশেষ আকর্ষণ হবে জ্যাকি চ্যানের উপস্থিতি। এ সময় তার পরিচালিত এবং অভিনীত দুটি বিখ্যাত চলচ্চিত্র ‘প্রজেক্ট অ্যা’ (১৯৮৩) এবং ‘পুলিশ স্টোরি’ (১৯৮৫) প্রদর্শন করা হবে। এরপর ১০ আগস্ট, তিনি একটি সরাসরি আলোচনা অনুষ্ঠানে অংশ নেবেন। 

এর আগে ২০১৭ সালে, তার দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে জ্যাকি চ্যানকে সম্মানসূচক অস্কার প্রদান করা হয়।

সর্বশেষ খবর