২০২৯ সাল থেকে ইউটিউবে সরাসরি সম্প্রচার হবে অস্কার


২০২৯ সাল থেকে বিশ্বের বিভিন্ন দেশে ইউটিউবে সরাসরি সম্প্রচার করা হবে একাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার)। গত বুধবার (১৭ ডিসেম্বর) আয়োজকদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
ওয়াল্ট ডিজনির মালিকানাধীন এবিসি নেটওয়ার্ক ১৯৭৬ সাল থেকে টানা প্রতি বছর অস্কার অনুষ্ঠান সম্প্রচার করে আসছে। তবে এখনকার দিনে দর্শক স্ট্রিমিং প্ল্যাটফর্মের দিকে সরে যাওয়ায় অস্কারসহ হলিউডের অন্যান্য পুরস্কার অনুষ্ঠানের টেলিভিশন রেটিং ধারাবাহিকভাবে কমেছে।
চলতি বছরের মার্চে অনুষ্ঠিত ২০২৫ সালের অস্কার অনুষ্ঠান যুক্তরাষ্ট্রে ১ কোটি ৯৭ লাখ দর্শক টেনেছিল, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। তবে এটি ১৯৯৮ সালের সর্বোচ্চ ৫ কোটি ৭০ লাখ দর্শকের তুলনায় অনেক কম। উল্লেখ্য, এ বছরের অস্কার অনুষ্ঠান স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলুতেও সরাসরি সম্প্রচার করা হয়।
সংশ্লিষ্ট এক সূত্র জানায়, এবিসি অস্কার সম্প্রচার অধিকার ধরে রাখতে দরপত্র দিয়েছিল, তবে অতিরিক্ত অর্থ ব্যয় করতে রাজি হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে অনুষ্ঠানটি থেকে লাভ করা নেটওয়ার্কটির জন্য কঠিন হয়ে পড়েছিল বলেও জানায় সূত্রটি।
একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ও ইউটিউবের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বৈশ্বিক দর্শকের কাছে অনুষ্ঠানটি আরও সহজলভ্য করতে ইউটিউব একাধিক ভাষায় ক্লোজড ক্যাপশন ও অডিও ট্র্যাক সরবরাহ করবে। এই চুক্তি ২০২৯ সালের অস্কার অনুষ্ঠান থেকে কার্যকর হয়ে ২০৩৩ সাল পর্যন্ত চলবে। তবে ইউটিউবের সঙ্গে চুক্তির আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি।
ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা নীল মোহন বলেন, “অস্কার আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা গল্প বলার ও শিল্পকলার উৎকর্ষকে সম্মান জানায়।”
ফিল্ম একাডেমির পক্ষ থেকে বলা হয়েছে, ইউটিউবের বৈশ্বিক পরিসর তাদের জন্য বড় সুবিধা বয়ে আনবে। একাডেমির সিইও বিল ক্রেমার ও প্রেসিডেন্ট লিনেট হাওয়েল টেলর এক যৌথ বিবৃতিতে বলেন, “এর মাধ্যমে আমরা সিনেমাকে উদযাপন করতে পারব, নতুন প্রজন্মের নির্মাতাদের অনুপ্রাণিত করতে পারব এবং অভূতপূর্ব বৈশ্বিক পরিসরে আমাদের চলচ্চিত্র ইতিহাসের সঙ্গে দর্শকদের যুক্ত করতে পারব।”
অস্কারের পাশাপাশি ইউটিউবে একাডেমির গভর্নরস অ্যাওয়ার্ডস ও অস্কার মনোনীতদের মধ্যাহ্নভোজ অনুষ্ঠানও সরাসরি সম্প্রচার করা হবে, যেগুলো আগে সাধারণত ক্যামেরার বাইরে অনুষ্ঠিত হতো।
পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এবিসি নেটওয়ার্কই ২০২৬, ২০২৭ এবং অস্কারের ১০০ বছর পূর্তির ২০২৮ সালের অস্কার অনুষ্ঠানও সম্প্রচার করবে।


For all latest news, follow The Financial Express Google News channel.