স্কুলে ভর্তিতে লটারির ফলাফল জানার সময় ও পদ্ধতি জানালো মাউশি
প্রকাশ :
সংশোধিত :
সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণিতে ভর্তিতে শিক্ষার্থী বাছাইয়ে ডিজিটাল লটারির উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে এ লটারির উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
তবে লটারির উদ্বোধন হওয়ার পরেও ফল দেখতে না পেয়ে উদ্বিগ্ন অনেক অভিভাবক ও শিক্ষার্থী। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বলছে, লটারির কার্যক্রম উদ্বোধন করার পর এখন টেকনিক্যাল (কারিগরি) কাজ চলছে। এ কাজ শেষ হলে ফলাফল সবার জন্য উন্মুক্ত করা হবে।
মাউশির মাধ্যমিক বিভাগের পরিচালক জানান, দুপুর ২টায় ওয়েবসাইট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন অভিভাবক ও শিক্ষার্থীরা।
আজ অভিভাবক ও শিক্ষার্থীরা দুই পদ্ধতিতে লটারির ফলাফল জানতে পারবেন। প্রথম পদ্ধতি হলো- ভর্তির লটারির জন্য প্রস্তুত করা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রবেশ করে ফলাফল দেখা যাবে। এ ছাড়া টেলিটক সিম ব্যবহার করে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারা যাবে। এসএমএস পাঠানোর পদ্ধতি: GSA স্পেস Result স্পেস User ID লিখে পাঠিয়ে দিতে হবে 16222 নম্বরে।