শিক্ষার্থীদের বৃত্তি বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে মাউশির নতুন নির্দেশনা

প্রকাশ :

সংশোধিত :

শিক্ষার্থীদের বৃত্তির অর্থ দ্রুত, নির্ভুল ও নিরাপদভাবে সরাসরি ব্যাংক হিসাবে (ইএফটি) পাঠানোর প্রক্রিয়া আরও কার্যকর ও ত্রুটিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব খাতের মেধা ও সাধারণ বৃত্তির টাকা সময়মতো বিতরণ নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে শিক্ষার্থীদের তথ্য এমআইএস সফটওয়্যারে সঠিকভাবে এন্ট্রি ও সংশোধনের নির্দেশ দিয়েছে মাউশি।

সম্প্রতি অধিদফতরের একিউএইউ সেল থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বৃত্তি পেয়ে সাধারণ শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্যসহ সব শিক্ষার্থীর ব্যাংকসংক্রান্ত তথ্য নির্ধারিত সময়ের মধ্যে সফটওয়্যারে আপলোড করতে হবে।

নির্দেশনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সেইসব শিক্ষার্থীর তথ্য হালনাগাদে, যাদের বৃত্তির টাকা ব্যাংক সংক্রান্ত ভুলের কারণে ফেরত (‘বাউন্স’) এসেছে। এসব ত্রুটির মধ্যে রয়েছে—ব্যাংকের নাম, শাখা, রাউটিং নম্বর ভুল; যৌথ বা একক হিসাব সংক্রান্ত সমস্যা; কিংবা অ্যাকাউন্ট নিষ্ক্রিয় থাকা ইত্যাদি।

মাউশি জানিয়েছে, আগে যেসব শিক্ষার্থীর তথ্য সফটওয়্যারে যুক্ত করা হয়নি, এবার তাদের নতুনভাবে তথ্য এন্ট্রি করা যাবে, তবে নির্ধারিত নিয়ম মেনে সঠিকভাবে তথ্য হালনাগাদ করতে হবে। কারণ, ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে অনেক শিক্ষার্থী সময়মতো বৃত্তির টাকা পাচ্ছে না।

শিক্ষার্থীদের আর্থিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাউশি সতর্ক করেছে যে, তথ্য এন্ট্রি বা সংশোধনে ভুল বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। নির্ধারিত ৩০ নভেম্বরের সময়সীমা কঠোরভাবে মেনে বৃত্তির অর্থ বিতরণ কার্যক্রম শেষ করার নির্দেশও দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর