রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ

প্রকাশ :

সংশোধিত :

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রকাশিত তালিকার পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু হয়। তবে বৃষ্টির কারণে প্রথম দিনেই অনেক প্রার্থী ও সমর্থকদের বিড়ম্বনায় পড়তে হয়। 

বিকেল ৩টায় সিনেট ভবনে লটারির মাধ্যমে বিভিন্ন পদের প্রার্থীদের ব্যালট নম্বর বরাদ্দ করা হয়। নির্বাচনের জন্য নতুন নীতিমালা অনুসারে, প্রতিটি পদে প্রতিটি প্রার্থীর ব্যালট নম্বর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে।

চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, রাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৩ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৮ জন, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক ৬ জন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ১০ জন, সহকারী সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে ৯ জন প্রার্থী হয়েছেন।

এছাড়া, অন্যান্য পদে প্রার্থীদের সংখ্যা:

মহিলা বিষয়ক সম্পাদক: ৬ জন
সহকারী মহিলা বিষয়ক সম্পাদক: ৮ জন
তথ্য ও গবেষণা সম্পাদক: ১৩ জন
সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক: ৮ জন
মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: ১০ জন
সহকারী মিডিয়া ও প্রকাশনা সম্পাদক: ৯ জন
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ৯ জন
সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ৮ জন
বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক: ৬ জন
সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক: ৮ জন
পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: ১২ জন
সহকারী পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক: ১৬ জন
নির্বাহী সদস্য পদ: ৫৫ জন

সিনেট সদস্য পদে প্রার্থী হয়েছেন ৫৮ জন। সর্বমোট ৩০৬ জন প্রার্থী হয়েছেন রাকসু ও সিনেট নির্বাচনে, এছাড়া হল সংসদ নির্বাচনে ৬০০ জন প্রার্থী হয়েছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন, যার মধ্যে ১১ হাজার ৩০৫ জন নারী এবং ১৭ হাজার ৫৯৬ জন পুরুষ ভোটার।

প্রসঙ্গত, সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সেদিনই ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর