কুয়েটের উপাচার্য নিযুক্ত হলেন মাকসুদ হেলালী

প্রকাশ :
সংশোধিত :

সরকার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নতুন উপাচার্য হিসেবে প্রফেসর ড. মো. মাকসুদ হেলালীকে নিয়োগ দিয়েছে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) যন্ত্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানায়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়েছে।
ড. হেলালী যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বুয়েট থেকে অবসর গ্রহণের সময় যে বেতন-ভাতা ও সুবিধা পেতেন, উপাচার্য পদে তা-ই পাবেন এবং এ পদ সংশ্লিষ্ট সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন। তাকে পূর্ণকালীনভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনবোধে রাষ্ট্রপতি যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।
উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হওয়ার পর গত ২৬ এপ্রিল সরকার কুয়েটের উপাচার্য ও প্রো-উপাচার্যকে অপসারণ করে। এরপর ১ মে কুয়েটের অধ্যাপক হজরত আলীকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হলেও শিক্ষকদের বিরোধিতার মুখে তিনি ২২ মে পদত্যাগ করেন।
পরে ১০ জুন উপাচার্য নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। কুয়েটের শিক্ষক ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে একজন স্থায়ী উপাচার্যের নিয়োগের দাবি জানিয়ে আসছিলেন, যাতে করে পাঁচ মাসেরও বেশি সময় ধরে স্থবির হয়ে থাকা একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু করা যায়।

