খাতা মূল্যায়নে গাফিলতি: আজীবনের জন্য বরখাস্ত ৮ পরীক্ষক

প্রকাশ :

সংশোধিত :

ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনের সময় খাতা মূল্যায়নে গাফিলতির অভিযোগে ৮ পরীক্ষককে পাবলিক পরীক্ষাসংক্রান্ত সব ধরনের কার্যক্রম থেকে আজীবনের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। 

শনিবার (২৬ জুলাই) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়, ওএমআর অংশ পরীক্ষার্থীদের দিয়ে পূরণ করানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযুক্তরা দোষ স্বীকার করে ক্ষমাও চান।

আজীবনের জন্য অব্যাহতি পাওয়া পরীক্ষকদের মধ্যে এসএসসি পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন:

মহসীন আলামীন (সেন্ট যোসেফস হাই স্কুল অ্যান্ড কলেজ, সাভার)
মো. সাখাওয়াত হোসাইন আকন (যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ)
আবু বকর সিদ্দিক (মুন্সীনগর উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ)
মো. আলেকজান্ডার মিয়া (সুল্লা আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল)

এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে অব্যাহতি পেয়েছেন:

মধুছন্দা লিপি (বারৈচা কলেজ, বেলাব, নরসিংদী)
মুরছানা আক্তার (রোকেয়া আহসান কলেজ, ডেমরা)
মো. জাকির হোসাইন (হাজি ইউনুছ আলী কলেজ, সাভার) 
মো. রাকিবুল হাসান (আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজ, গাজীপুর)

তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় বোর্ড কঠোর পদক্ষেপ গ্রহণ করে বলে জানান বোর্ডের কর্মকর্তারা। 

সর্বশেষ খবর