জকসু নির্বাচনে ভোট গণনায় গড়মিল, ওএমআর ত্রুটিতে স্থগিত ফল ঘোষণা

প্রকাশ :
সংশোধিত :

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হলেও গণনা পর্যায়ে গিয়ে জটিলতায় পড়েছে নির্বাচন কমিশন। একটি ভোটের হিসাবের গড়মিল ধরা পড়ায় আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার পর থেকে ভোট গণনা স্থগিত রয়েছে।
নির্বাচন কমিশনার অধ্যাপক মো. শহিদুল ইসলাম রাত সাড়ে ৯টার দিকে মাইকে জানান, ওএমআর মেশিনে আগেই একাধিকবার ট্রায়াল চালানো হলেও গণনার সময় কারিগরি ত্রুটি ধরা পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে কেন্দ্রীয় ও হল সংসদের ভিপি ও জিএস প্রার্থীদের নিয়ে উপাচার্যের কনফারেন্স রুমে বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হবে এবং পরে গণমাধ্যমকে জানানো হবে।
মঙ্গলবার বিকাল ৪টায় ভোট শেষ হওয়ার পর সব ব্যালট বাক্স কেন্দ্রীয় মিলনায়তনে আনা হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি ওএমআর মেশিনে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হলেও মিলনায়তনে ভিড় বাড়ায় কিছুক্ষণ পর তা বন্ধ করা হয়। পরে আবার শুরু হলেও একাধিকবার যাচাইয়ের সময় একটি ভোটের পার্থক্য ধরা পড়ায় সন্ধ্যা ৭টার দিকে গণনা আবার থেমে যায়।
নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা জানান, জকসুর ২১টি পদের জন্য ভোটাররা তিন পাতার ওএমআর শিটে ভোট দিয়েছেন। যাচাইয়ের সময় একই ব্যালট বিভিন্ন মেশিনে দিলে ফলাফলে এক ভোটের তারতম্য দেখা দেয়। সমস্যার উৎস চিহ্নিত করতে না পারায় গণনা স্থগিত রাখা হয়েছে। প্রয়োজনে হাতে গণনার কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের এক সদস্য।
জকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১৬ হাজার ৬৪৫ জন, যার মধ্যে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা দিয়েছে কমিশন। একই দিনে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদেও ভোট হয়, যেখানে ১ হাজার ২৪২ ভোটারের মধ্যে প্রায় ৭৭ শতাংশ ভোট দিয়েছেন। তবে হল সংসদের এক পাতার ব্যালটের গণনা এখনও শুরু হয়নি।


For all latest news, follow The Financial Express Google News channel.