জাবিতে গাঁজা সেবনকালে ৬ শিক্ষার্থী আটক

প্রকাশ :

সংশোধিত :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাঁজা সেবনকালে ৬ শিক্ষার্থীকে হাতেনাতে আটক করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৮২৪ নম্বর কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করে হল প্রশাসন। 

অভিযান পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও হলের সিনিয়র ওয়ার্ডেন অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

আটক শিক্ষার্থীরা হলেন, অর্থনীতি বিভাগের ৪৯তম ব্যাচের হাসান শোয়েব আনজুম, জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৫০তম ব্যাচের আরমান হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের ৫০তম ব্যাচের নাঈব, ৫১তম ব্যাচের মো. মেহেদী হাসান, হৃদয় সরকার এবং ৫২তম ব্যাচের মো. জেরিন।

হল প্রশাসনের সূত্রে জানা গেছে, রাত ১১টা ১০ মিনিটে গাঁজা সেবনের খবর পেয়ে অভিযানে অংশ নেওয়া দল ঘটনাস্থলে পৌঁছে গাঁজা সেবনরত অবস্থায় তাদের হাতে নাতে আটক করে। তল্লাশি করে এক শিক্ষার্থীর ব্যাগ থেকে গাঁজা ও গাঁজা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। 

সর্বশেষ খবর