এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ হতে পারে ১০ আগস্ট

প্রকাশ :

সংশোধিত :

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আগামী ১০ আগস্ট প্রকাশ হতে পারে। পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ৯ আগস্টের মধ্যে ফল প্রকাশের সময়সীমা শেষ হচ্ছে, তাই ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। 

শিক্ষার্থীরা ওয়েবসাইটে ফল দেখতে পারবেন এবং এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। পুনঃনিরীক্ষণের মাধ্যমে পরিবর্তিত ফল সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইলে এসএমএস করে জানানো হবে এবং তা ওয়েবসাইটেও আপলোড করা হবে।

১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। এবারে ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতার পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন। গত বছর তুলনায় আবেদনকারীর সংখ্যা ২১ হাজার বেশি। সবচেয়ে বেশি আবেদন গণিত বিষয়ের (৪২ হাজার ৯৩৬টি) ছিল। পরের অবস্থানে ইংরেজি ও পদার্থবিজ্ঞান বিষয়ে ছিল।

উল্লেখ্য, পুনঃনিরীক্ষণের অর্থ নতুন করে খাতা মূল্যায়ন নয়, বরং উত্তরপত্রে ভুল যোগ বা বাদ পড়া নম্বর সংশোধন করা হয়।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে ৬ লাখ ৬৬ হাজার ৬৬০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ছাত্র এবং ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন ছাত্রী। 

সর্বশেষ খবর