ঢাবিতে নিষিদ্ধই থাকছে হল রাজনীতি: উপাচার্য

প্রকাশ :
সংশোধিত :

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্ররাজনীতি নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। শনিবার (৯ আগস্ট) ভোরে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে তিনি এই ঘোষণা দেন।
এর আগে, শুক্রবার মধ্যরাত থেকে ঢাবিতে হল রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে শিক্ষার্থীরা ভিসির বাসভবনের সামনে অবস্থান শুরু করেন। ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে কমিটি ঘোষণা করার পর এই বিক্ষোভ শুরু হয়।
২০২৪ সালের ১৭ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে রাজনীতি মুক্ত রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল এবং সেই সিদ্ধান্ত আজও বহাল থাকবে বলে জানান প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।
তিনি বলেন, “আমাদের সিদ্ধান্ত হলো হল স্তরে কোনো ছাত্ররাজনীতির অনুমতি দেওয়া হবে না। তারা কেন্দ্রীয় স্তরে, মধুর ক্যান্টিনে এটি করতে পারে। এটাই ছিল বোঝাপড়া।”
তিনি আরও বলেন, “নিয়ম লঙ্ঘনের বিষয়ে আজ প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির একটি সভা হবে। এরপর, যেসব ছাত্র সংগঠনের নাম উঠে এসেছে, তাদের সঙ্গেও আমাদের কথা বলব।”

